Belief

সিট দখল নিয়ে সংঘর্ষ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসনকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ মে) বাংলাদেশ ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মো. তানভীর হোসেন স্বাধীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিয়াজুল ইসলামকে (সহসভাপতি, ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা) এবং আরমান হোসেন (সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা) বহিষ্কার করা হলো।

এর আগে রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আব্দুস সামাদ আজাদ হলের সিট দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই দুই নেতা ও তাদের অনুসারীরা। এতে ১৭ জন আহত হন। এ ঘটনার রেশ ধরেই কেন্দ্রীয় কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রলীগ কখনও শৃঙ্খলা পরিপন্থি কোনও কাজে জড়িত থাকে না এবং তা প্রশ্রয়ও দেয় না। রবিবার হলের সিট সংক্রান্ত সাধারণ একটা ঘটনা আসলে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় এমনটা হয়েছে। আমরা রাতে বিষয়টি নিয়ে বসেছিলাম। সমাধানের পথে এগিয়েও গিয়েছিলাম। তার মধ্যেই কেন্দ্রীয় কমিটি থেকে এমন ঘোষণা এসেছে। যা-ই হোক আর কিছু বলবো না, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল।

তবে আরমান হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

এর আগে গত শুক্রবার রাতে সিকৃবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার দুই দিন না পেরোতেই সংঘর্ষে জড়ালো ছাত্রলীগের দুটি গ্রুপ এবং বহিষ্কার হলেন দুই নেতা।

এ বিষয়ে জানতে সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। সাধারণ সম্পাদক ইমাদুল হোসেনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page

en_GBEnglish