Belief

সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ১৪১ রানের বড় জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে দলটি। মুশফিকের হাফ সেঞ্চুরিতে ভর করে প্রাইম ব্যাংক আগে ব্যাটিং করে ২৫৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে গাজী টায়ার্স তুলতে পারে ১২৮ রান। এই ম্যাচটি আবার বিশেষ কারণে সবার নজরে ছিল। প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদের অভিষেক হয়েছে এদিন। গাজী টায়ার্সের হয়ে প্রথমবার লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার।

বৃহস্পতিবার লিস্ট ‘এ’ ক্রিকেটে ছেলের অভিষেকে তার মাথায় ক্যাপ পরিয়ে দেন সালাউদ্দিন। অভিষেক ম্যাচে নুহায়েল ৬ ওভার বল করে ২টি উইকেটও নিয়েছেন। বিদায় দিয়েছেন মোহাম্মদ মিঠুন ও শেখ মেহেদীকে।

আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক ২৬৯ রান তুলেছিল। আগের ম্যাচে মুশফিক করেছিলেন সেঞ্চুরি। এ ম্যাচেও খেললেন ৭১ রানের ইনিংস। তামিম আগে ব্যাটিংয়ে নেমে আজও রানের দেখা পাননি। ১৫ বলে ২০ রান করে ফিরেছেন। পারভেজ হোসেন ইমন এবং জাকির হাসান খেলেছেন ৩৬ রানের ইনিংস। তবে অন্যদের নিয়ে প্রাইম ব্যাংকের ইনিংস টেনে নিয়ে গেছেন মূলত মুশফিকুর রহিম। ৬৯ বলে ৭১ রান করে থেমেছেন। শেষ দিকে পেসার আশিকুর জামান অপরাজিত ছিলেন ৩৬ রানে।

জবাবে শেখ মেহেদী ও হাসান মাহমুদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি গাজী টায়ার্স। ১২৮ রানে গুটিয়ে তারা ম্যাচ হেরেছে ১৪১ রানের বড় ব্যবধানে। সর্বোচ্চ ৩৪ রান আসে আশরাফুল ইসলাম আসিফের ব্যাটে।

এই জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগ নিশ্চিত হয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির। শেখ মেহেদী ৪ ব্যাটারকে ফিরিয়েছেন। হাসান নেন ৩ উইকেট। আসরে ২ জয়ে ৪ পয়েন্ট পাওয়া গাজী টায়ার্সকে খেলতে হবে রেলিগেশন লিগ।




Source link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page

en_GBEnglish