শ্রমিক লীগের জনসভা শুরু
আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের শ্রমিক জনসভা শুরু হয়েছে। বুধবার (১ মে) বেলা সাড়ে চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা শুরু হয়।
এরইমধ্যে আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা, মহিলা কমিটি, যুব কমিটি, বিভিন্ন জাতীয় ইউনিয়ন, বেসিক ইউনিয়ন, অঞ্চল, থানা ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় অংশ নিয়েছেন। তারা শ্রমিক দিবসের স্লোগানের পাশাপাশি আওয়ামী লীগের নানা স্লোগান দিচ্ছেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরই মধ্যে মঞ্চে এসেছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করছেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক কে এম আযম খসরু।