ডাক্তার দেখাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা-মেয়েসহ একই পরিবারের ৪ জন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় মা-মেয়েসহ চার জন নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) সাড়ে ৭টায় মহাসড়কের রায়পুর মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার এসআই মো. আবু সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহ জালালের স্ত্রী দিলবার নেছা (৬৫), তার মেয়ে দড়িকান্দি গ্রামের প্রবাসী সফিক মিয়ার স্ত্রী শাহীনুর বেগম ঘটনাস্থলেই মারা যান। শাহীনুর বেগমের মেয়ে সায়মা (৫) ও মেয়ে রাইছাকে (২) গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর মারা যায়।
দুই নাতনি সায়মা ও রাইসাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন দাদা রশিদ মোল্লা। তিনি বলেন, আমার ছোট ছেলের বউ তার মাসহ নাতনিদের ডাক্তার দেখাতে সোমবার সকালে কুমিল্লা যায়। আর রাতে ফিরল লাশ হয়ে।
এসআই মো. আবু সেলিম রেজা জানান, ঢাকাগামী বাসচাপায় দুই জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর দুই শিশু মারা যায়। তবে কোন বাস এ দুর্ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। লাশগুলো পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরফাতুল আলম। তিনি বলেন, বাসটি ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার জন্য হাইওয়ে পুলিশকে বলা হয়েছে।