নতুন তিন সঞ্চালন লাইন চালু, বাড়বে গ্রিডের সক্ষমতা
নতুন তিনটি সঞ্চালন লাইন চালু করা হয়েছে। এ লাইনগুলো শিগগিরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে গ্রিডের সক্ষমতা বাড়বে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)।
শনিবার (১১ মে) পিজিসিবির উপব্যবস্থাপক এবিএম বদরুদ্দোজা খান বিষয়টি নিশ্চিত করেন।
পিজিসিবি জানায়, শনিবার (১১ মে) দুপুর ১টায় নবনির্মিত ‘করেরহাট-চৌমুহনী ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইন’ চৌমুহনী গ্রিড উপকেন্দ্র প্রান্ত থেকে ভোল্টেজ দিয়ে সফলভাবে চার্জ (চালু) করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (১০ মে) সকাল ১০টায় ‘চৌমুহনী-কচুয়া ২৩০ কেভি ফোর সার্কিট সঞ্চালন লাইন’ এবং ‘চৌমুহনী-মাইজদী ২৩০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন’ চৌমুহনী গ্রিড উপকেন্দ্র থেকে ভোল্টেজ দিয়ে সফলভাবে চার্জ (চালু) করা হয়।
পিজিসিবি আরও জানায়, ‘করেরহাট-চৌমুহনী’, ‘চৌমুহনী-কচুয়া’ এবং ‘চৌমুহনী-মাইজদী’ লাইনগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫৩ কিলোমিটার, ৫০ কিলোমিটার এবং ২০ কিলোমিটার।
পিজিসিবির ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন ও ক্ষমতাবর্ধন’ (ইএসপিএনইআর) শীর্ষক প্রকল্পের আওতায় নতুন লাইনগুলো নির্মাণ করা হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ প্রকল্পে অর্থায়ন করেছে।
Thanks for every other wonderful post. Where else may anyone get that
kind of info in such an ideal manner of writing? I’ve a presentation subsequent week, and I
am at the look for such information.