জবি সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্ত
জামিনে মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।
তবে আরেক অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী এখনও কারাগারে আছেন। বুধবার (৮ মে) বিকালে কুমিল্লা কারাগার থেকে সাবেক এই সহকারী প্রক্টর মুক্তি পেয়েছেন।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘বুধবার (৮ মে) বিকাল ৩টায় আমরা হাইকোর্টের জামিনের নথিটি পাই। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টার দিকে মুক্তি দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেছেন।’
উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে কুমিল্লা নগরীর বাসায় আত্মহত্যা করেন অবন্তিকা। এর আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর জন্য জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করেন।
ঘটনার পরদিন অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা সদর মডেল থানায় মামলা করেন। ডিএমপি এ মামলায় ওই দুজনকে গ্রেফতার করে ১৭ মার্চ কুমিল্লা পুলিশে হস্তান্তর করে। বর্তমানে সহপাঠী আম্মান কুমিল্লা কারাগারে আছেন।
আরও পড়ুন:
প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়ে জবি শিক্ষার্থীর আত্মহত্যা
অবন্তিকার লাশের গাড়ি দেখে জ্ঞান হারালেন মা
জবি শিক্ষার্থীর আত্মহত্যা: সহকারী প্রক্টরকে অব্যাহতি ও সহপাঠীকে বহিষ্কার
সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্নের আশ্বাস জবি উপাচার্যের
কমপ্লেইনের রেকর্ড আমাকে দেওয়া হয়নি: জবি উপাচার্য
জানাজার পেছন থেকে ভেসে আসছে কান্নার শব্দ
জবি ছাত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষার্থীদের আলটিমেটাম