Bangla NewsNews

বর্ষবরণে উত্তরে অলিগলি হালখাতা

পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির। রাজধানীতে বাংলা নববর্ষ বরণের বড় আয়োজনগুলো হয় ঢাকা দক্ষিণে, ঢাকা উত্তরে তেমন একটা আয়োজন হয় না। উত্তরে বর্ষবরণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তরের নাগরিক সমাজ। শনিবার রাতভর গুলশান ২ নম্বর চত্বরে আঁকা হচ্ছে আল্পনা।

শনিবার রাত ১১টা থেকে গুলশান ২ নম্বর মোড়ে শুরু হয় আল্পনা আঁকা। নানান বয়সী মানুষ উৎসবমুখর পরিবেশে আল্পনা আঁকেন।

রবিবার বাংলা বর্ষবরণে ঢাকা উত্তরে নাগরিক উদ্যোগে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে হবে বর্ষবরণ। গুলশান-বনানী-বারিধারা-উত্তরা অঞ্চলের শিল্পী ও নাগরিক সামাজিক উদ্যোগে আয়োজিত হবে ‘বাংলা নববর্ষ অলিগলি হালখাতা’।

এ আয়োজনে সহযোগিতা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সোসাইটি, শাহাবুদ্দিন পার্ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ কয়েকটি প্রতিষ্ঠান। আয়োজনে থাকছে আল্পনা, আর্ট ক্যাম্প, সংগীত, আলাপ প্রভৃতি।

সংগীত পরিবেশন করবেন পালাকার ইসলাম উদ্দিন, বাপ্পা মজুমদার এবং সমগীত ও গানপোকা। ভাবআলাপে থাকবেন- মেয়র আতিকুল ইসলাম, শিল্পী হাশেম খান, সারা যাকের, নাশিদ কামাল, আফজাল হোসেন, জয়া আহসান, কবি ইরাজ আহমেদসহ নাগরিকজনরা।




Source link

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

You cannot copy content of this page

bn_BDBengali